পটিয়া সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পটিয়া মুন্সেফ বাজারস্থ দলীয় কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও তবারুক বিতরণ করা হয়।
পটিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন অনুষ্টান সঞ্চালনা করেন।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুববীর মুহাম্মদ বদিউল আলম।
প্রধান বক্তা ছিলেন পটিয়া আদালতের পি.পি এডভোকেট বদিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী একরামুদৌলা, পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, সোলেয়মান মজুমদার, আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সোহেল ইমরান, জসিম উদ্দিন, মোঃ আবু ছৈয়দ, মোখতার আহমদ আরিফ, মোঃ সাইফুল ইসলাম, আবু ছৈয়দ লালু, ফজল আহম্মদ দৌলতী, নজরুল ইসলাম, হাসান শরীফ, শ্রমিক লীগ নেতা রফিক হাসান, শাহ আলম, নুর মোহাম্মদ, জামশেদুল হক, খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা আজিজুল হক মানিক, সিদ্ধার্থ বড়ুয়া, উজ্জ্বল ঘোষ, এডভোকেট কামাল হোসাইন, সাহাবুদ্দীন সাদি, আনোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, নুরুল আমিন, মাসুদুল ইসলাম, মোঃ বাবলু, আবদুর শুক্কুর, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল, আতিক হাসান, মোঃ বাবলু মোঃ জাহেদ প্রমূখ।