পটিয়া সংবাদদাতা: আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্য বৃন্দ জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
এ সময় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং তরুণ শিল্প উদ্যোক্তা সরওয়ার হায়দারের নেতৃত্বে বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ভাব গাম্ভীর্যের মাধ্যমে আবদুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় পালিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব সরোয়ার হায়দার, সদস্য সচিব মিজানুর রহমান, অভিভাবক সদস্য তৌফিক ইবনে সালাম, নাছির উদ্দিন, রাশেদ হোসেন খাদেমী, শফিউল আকতার চৌধুরী, শিক্ষক প্রতিনিধি,এ,টি,এম,তোহা, শাহনাজ বেগম, মো: নুরুল আবচার।
উল্লেখ্য এর আগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাধ্যমে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়।
পুষ্পুর্ঘ্য অর্পণ শেষে নবনির্বাচিত সভাপতি সরওয়ার হায়দার বলেন বঙ্গবন্ধু এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁর আদর্শের মাধ্যমেই জাতি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান।