শিক্ষার মানোন্নয়নে পটিয়া ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠিত

শিক্ষার মানোন্নয়নে পটিয়া ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠিত

পটিয়া সংবাদদাতা : আজ ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পটিয়ার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে পটিয়ার ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে স্থানীয় তরুন-যুবদের নিয়ে একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।

শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকদের মধ্যে সুস্পর্কের সেতুবন্ধন রচনা করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে এসিজি ভূমিকা পালন করবে। এ উপলক্ষে ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে একটিভ সিটিজেন গ্রপ (এসিজি) গঠন সভা সনাক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল, সাবেক সনাক সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সনাক সদস্য ও প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক। বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এস. এম. হাসান জামান, সনাক সদস্য নিত্যময় চৌধুরী, সিনিয়র শিক্ষক, মোহাম্মদ ইদ্রিস, ইয়েস সদস্য সাবরিনা আফরোজ, নবগঠিত এসিজির সমন্বয়কারী জেড,এম জাহিদুল ইসলাম ও সহ-সমন্বয়কারী হৃদয় চক্রবর্তী। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্য শিক্ষক, ইয়েস ও এসিজি সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় তরুণ ও যুবদের সম্পৃক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠানে এসিজি গঠন একটা অনন্য উদ্যোগ। এই উদ্যোগের যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হলে স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে যেমন চাহিদা তৈরী হবে, তেমনি সাধারন মানুষের অংশগ্রহণও বৃদ্ধি পাবে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মাঝে তৈরী হবে ইতিবাচক সম্পর্ক, যা বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে দারুণ ভূমিকা পালন করবে।

সনাক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র বলেন, যে কোনো প্রতিষ্ঠানের মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে তার দুর্নীতিমুক্ত ভালো পরিবেশ তৈরীও জরুরী। আর দুর্নীতিমুক্ত ভালো পরিবেশ তৈরীর অন্যতম উপাদান হলো প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমরা সবাইকে নিয়ে এই কাজটা করতে চাই।

অতিথির বক্তব্যে ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল বলেন, আমাদের প্রতিষ্ঠানে কিছু সমস্যা থাকলেও আমরা সবাইকে নিয়ে উত্তরণ ঘটাতে চাই। চাই ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। এই প্রতিষ্ঠানে এসিজি গঠন হওয়ায় আমরা আশাবাদী আমাদের কাজে আরো গতি আসবে।

সভায় ১৫ সদস্যের একটিভ সিটিজেন গ্রপ (এসিজি) গঠন করা হয়। এসিজি সদস্যদের সম্মতিতে জেড,এম, জাহিদুল ইসলামকে সমন্বয়কারী, জেবুন্নেছা চৌধুরী ও হৃদয় চক্রবর্তীকে সহ-সমন্বয়কারী মনোনীত করা হয়।

 

 

 

 

 

Related Articles