পটিয়া সংবাদদাতা : আজ ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পটিয়ার সহযোগী সংগঠন একটিভ সিটিজেনস গ্রæপ (এসিজি)’র উদ্যোগে ভূমি সেবার গ্রহণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটিয়া পারফেক্ট চাইল্ড কেয়ার হলরুমে কমিউনিটি একশন সভার আয়োজন করা হয়। সনাক সদস্য ও পারফেক্ট চাইল্ড কেয়ারের প্রধান শিক্ষক নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র।
বক্তব্য রাখেন একটিভ সিটিজেনস গ্রæপের (এসিজি) সমন্বয়কারী নিকিতা ঘোষ, সহ-সমন্বয়কারী জেসিয়া তালুকদার, এসিজি সদস্য আইরিন সুলতানা ও পিংকি দত্ত। সঞ্চালনায় ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম।
শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে ভূমি সেবা গ্রহণের ক্ষেত্রে জনগনের করনীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’ র এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। তিনি ভূমি সেবায় নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণ ও সরকারের নির্ধারিত ফি দিয়ে সেবা গ্রহনের উপর গুরুত্ব দিয়ে বলেন, সচেতনতার অভাবে সাধারণ জনগন ভূমি সেবা গ্রহণের ক্ষেত্রে নানা প্রকার হয়রানী ও দুর্নীতির শিকার হচ্ছেন। এই সেবা পরিবারের নারী-পুরুষ যে কেউ গ্রহণ করার সুযোগ থাকলেও নারীদের অংশগ্রহণ একেবারেই কম। তাছাড়াও পুরুষদের ব্যস্ততায় সুযোগ নিয়ে একশ্রেণির গড়ে উঠা দালাল চক্রের খপ্পরে পড়েও জনগণ নানা হয়রানীর পাশাপাশি সরকার নির্ধারিত ফির অনেক বেশী দিয়ে সেবা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। অথচ অন্যান্য সাধারণ কাজকর্মের মত নারীরাও এ কাজে সংসারে সহায়তা করতে পারেন।
তিনি আরো বলেন, প্রতিটি ভূমি অফিসে নাগরিক সনদে সেবার মূল্যসহ প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। অথচ দুঃখ জনক হলেও সত্য এসব বিষয় আমলে না নিয়ে একশ্রেণির দালালের শরনাপন্ন হন। তারাই মূলত জনগণকে বেশী হয়রানী করছেন। অন্যদিকে ভূমি সেবা গ্রহণ করতে গিয়ে কোনো ধরণের অনিয়ম-দুর্নীতির শিকার হলেও কোনো ধরনের প্রতিবাদ করা থেকে বিরত থাকছেন।
প্রধান অতিথি ও সনাক সভাপতি অজিত কুমার মিত্র বলেন, নানা অনিয়মের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তাই বলে অনিয়মকে নিয়ম বলে মেনে নেয়ার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসার পথ খুজতে হবে। প্রতিটি নাগরিককে সচেতন হয়ে নিয়ম প্রতিষ্ঠায় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্ছার হতে হবে। দুর্নীতি-হয়রানীর শিকার হলে সংশ্লিস্ট ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অভিযোগ দিতে হবে।
সভাপতির বক্তব্যে সনাক সদস্য ও পারফেক্ট চাইল্ড কেয়ারের প্রধান শিক্ষক নাছিমা আকতার বলেন, জনগনকে রাষ্ট্রের আইন ও সেবা সম্পর্কে সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই। সচেতন না হলে আপনি পদে পদে ঠকবেন ও হারবেন। আমাদের না হোক আমাদের আগামী প্রজন্মের জন্য হলেও আমাদের জানতে হবে। নারীরা এগিয়েছে, আরো এগিয়ে যেতে ভূমি সেবাসহ সব ধরণের সেবা গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।