পটিয়া সংবাদদাতা :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ বদিউল আলম এর সমর্থনে পটিয়ার কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যােগে ২৯শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় কেলিশহর ভট্টচার্য্য হাটে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারুক বিতরণ করা হয়েছে।
কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিক আহমদ মেম্বারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ মিয়া মেম্বার।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অমলেন্দু দস্তীধার, কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল দে, নেপাল মজুমদার, মফিজুর রহমান, হাসান শরীফ, যুবলীগের সহ-সভাপতি মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, সৃজন চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমূখ।