পটিয়া সংবাদদাতা : ৩৬ তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফাহমিদা আফরোজ পটিয়া উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগদানের পর রোববার (১৭ সেপ্টেম্বর) অপরাহ্নে খাসমহলস্ত তার নিচ কার্যালয়ে পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে একমত বিনিময়ে সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আফরোজ সরকারের ভূমি ব্যবস্থােনার ডিজিটালাইশনের সুফল তুলে ধরে বলেন, জনগণ চাইলেই এখন ঘরে বসে সেবা নিতে পারছেন।
তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের স্বার্থ দেখাই তাঁর প্রধান কাজ।
রাষ্ট্রের কোন ভূমি কেউ বেদখল করে থাকলে সেটা অবশ্যই উদ্ধার করা হবে। তার কার্যালয়ে কেউ যাতে হয়রানি না হয়, দালালদের খপ্পরে না পড়ে সেজন্য সকল সেবা গ্রহীতার জন্য তার দরজা উম্মুক্ত।
তিনি বলেন, অনেক সময় আমি জানার আগেই বা আমার অজ্ঞাতে আমার অফিসের কোন অনিয়ম সাংবাদিকদের নজরে পড়লে আমাকে জানালে আমি ব্যবস্থা নিতে সক্ষম হবো।
তিনি পটিয়ায় দায়িত্ব পালনকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, আমি নিজেও সাংবাদিক পরিবারের সদস্য।
টাঙ্গাইলের কৃতি সন্তান এসিল্যান্ড ফাহমিদা আফরোজ ব্যক্তিগত জীবনে ২ সন্তানের জননী।
পটিয়ায় যোগদানের আগে তিনি কাউখালী উপজেলার এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি এ,টি,এম,তোহা, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দৈনিক আজাদীর শফিউল আজম, দৈনিক ইনকিলাবের নুর হোসেন, চট্টগ্রাম মঞ্চের গোলাম কাদের এবং একুশে টিভির মহিউদ্দিন চৌধুরী প্রমূখ।
মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ পটিয়া ভূমি অফিসের সমস্যা তুলে ধরেন এবং তার সকল ভাল কাজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।