পটিয়ায় গ্রাম পুলিশদের নিরাপত্তা সরঞ্জাম প্রদান

পটিয়ায় গ্রাম পুলিশদের নিরাপত্তা সরঞ্জাম প্রদান

এ,টি,এম,তোহা : চট্টগ্রামের পটিয়ায় গ্রাম পুলিশদের লাঠি ও বাঁশি বিতরণ করেছে পটিয়া থানা পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর দুপুরে থানা চত্বরে ১৩০ জন গ্রাম পুলিশের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।ধাপে ধাপে প্রত্যেক গ্রাম পুলিশকে এসব নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

প্রত্যেক এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় রাত্রীকালীন ডিউটির নিমিত্তে উপস্থিত সকল গ্রাম পুলিশদের মাঝে লাঠি ও বাঁশি সরবরাহ করা হয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। যাতে কোনো ঘটনা ঘটার সাথে সাথে তারা প্রাথমিক প্রতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সগযোগিতা করতে পারেন।

এই উপলক্ষে থানা কম্পাউন্ডে চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বিপিএম (সেবা), পটিয়া থানার ওসি প্রিটন সরকার, ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম।

গ্রাম পুলিশদের উদ্দেশ্যে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, একটা সময় ছিল, যখন দিন কিংবা রাত বিপদে পড়লে দৌড়ে যেতে হতো থানায়। এখন বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা লোকাল এলাকায় পুলিশি সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এর মাধ্যমে গ্রামে সাধারণ মানুষের কাছে পুলিশি সেবাটা আমরা নিয়ে যাওয়া চেষ্টা করছি।

তিনি বলেন, নিরাপত্তা অক্সিজেনের মতো, একটি মানবদেহ যেমন অক্সিজেন ছাড়া জীবিত থাকতে পারে না,তেমনি নিরাপত্তা ছাড়া একটি সমাজ চলতে পারে না।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে থানা স্থাপন করার স্বপ্ন দেখতেন।

বঙ্গবন্ধুর স্পষ্ট ধারণা ছিল স্বাধীনতা পরবর্তী পুলিশ কলোনিয়ান বা সেমি-কলোনিয়ান পুলিশ হবে না। এই পুলিশ হবে জনবান্ধব। তিনি স্বল্প সময়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার সব বিষয় স্পর্শ করেছেন। এমন এমন আইন ও পরিকল্পনা করেছেন যে সেগুলো এই মুহূর্তেও কারো মাথায় আসবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন প্রতিটি গ্রামই হবে শহর। যে সুযোগের আশায় মানুষ শহরে আসে, সে সুযোগ-সুবিধা গ্রামেই তৈরি হবে। যার ফলে প্রতিটি গ্রাম হবে শহর।

গ্রাম পুলিশ আলী আকবর লাঠি-বাঁশি পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা অনেক সময় বিভিন্ন চুরি ছিনতাই ঘটনার খবর পেয়েও নিরাপত্তা সরঞ্জাম না থাকায় প্রতিরোধ করতে সাহস পাইনা। এখন লাটি ও বাঁশি পাওয়ায় আমাদের কাজ করতে অনেক সহজ হবে।

Related Articles