পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : পটিয়ায় আর্থিকভাবে দূর্বল ও অসহায় সংখ্যালঘু ৫ বড়ুয়া পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে মানবিক সংগঠন নজির আহমদ ফাউন্ডেশন। ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উনাইনপুরা গ্রামে এ সহায়তা প্রদান হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম।
উনাইনপুরা গ্রামের শুভ বড়য়াকে শিক্ষা সহায়তা, মিঠু বড়ুয়াকে বসত ঘর নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসার জন্য রুমি বড়ুয়াকে নগদ টাকা, অসুস্থ বিপুল কান্তি বড়ুয়া ও মাদল কান্তি বড়ুয়াকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে সাংবাদিক প্রণব বড়য়া অর্ণব বলেন, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন এক অসাধারণ ব্যক্তি। তাঁর টিমের সদস্যরা পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরে অসহায় মানুষকে সহায়তা করছেন । মানবিক দৃষ্টিকোণ থেকে সকলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানবিক এ নেতার আশা আকাংখা একদিন ঠিকই পূরণ হবে। # 23.9.23