সরকারি কর্মচারীকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ

সরকারি কর্মচারীকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ

পটিয়া সংবাদদাতা : চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের ইপিআই টেকনিশিয়ান সিরাজুল ইসলামকে তার ক্রয় বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা চলছে বলে তিনি অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয় একটি সঙ্ঘবদ্ধ চক্র উপজেলা পরিষদের কর্মকর্তাদের ভুল বুঝিয়ে ও মিথ্যা তথ্য দিয়ে পরিষদের স্টাফ কোয়ার্টার সংলগ্ন বসত ভিটা থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছেন।

সিরাজুল ইসলাম বলেন, তিনি উপজেলা পরিষদ স্টাফ কোয়ার্টার এর উত্তর পাশে ১২ শতক জমি ক্রয় করে সেই জমিতে জমিতে বাড়ি করে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন।

উপজেলা পরিষদ জায়গাটি তাদের বলে দাবি করে সিরাজ ইসলামকে উচ্ছেদের চেষ্টা করলে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত এই অবস্থায় উভয়পক্ষকে স্থিতাবস্তা অবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

এই সুযোগে একটি সঙ্ঘবদ্ধ চক্র বাড়িটি দখলের নিমিত্তে তাকে নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বারবার তার বসতভিতায় গিয়ে তাকে চলে যাওয়ার জন্য মুখে নির্দেশ দিচ্ছেন।

এ নিয়ে তিনি পরিবার-পরিজন নিয়ে আতংকে আছেন তিনি বলেন বিকল্প রাস্তা না থাকায় তিনি তার বাড়ি থেকে উপজেলা পরিষদের ভিতর দিয়ে সাময়িকভাবে চলাচল করছেন।

বিকল্প রাস্তা পেলে তিনি উপজেলা পরিষদের ভিতর দিয়ে চলাচল করবেন না বলে জানান।

তিনি দাবি করেন, বিকল্প রাস্তা না থাকায় এবং একজন সরকারি কর্মচারী হিসেবে উপজেলা পরিষদের ভিতর দিয়ে যাতায়াত করা তার নাগরিক অধিকার।

তিনি বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী সহ কর্মকর্তারা তার বাড়ির কাগজপত্র দেখে তাকে সহযোগিতা করলেও কিছু বহিরাগত এবং অবসরে যাওয়া কর্মচারী তাকে উচ্ছেদ করার জন্য প্রশাসনকে ভুল বুঝিয়ে চলেছেন।

এই চক্রটির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি প্রশাসনের কাছে তাঁকে অযথা হয়রানি বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

Related Articles