আমার পটিয়া : চট্টগ্রামের পটিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা ও মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যােগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
এ জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার অসহায় একটি মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে রান্না করা খাদ্য বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, শাহচান্দ আউলিয়া এতিমখানার সুপার হাফেজ মৌলানা এমদাদুল হক, সহকারী সুপার জাহাঙ্গীর আলম (শাহচান্দ আউলিয়া নূরে এতিম খানা)।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠিতা মৌলনা নুরুল হক শাহ নাতি হেফজ বিভাগের প্রধান মৌলনা এসএম বোরহান উদ্দিন৷
মুনাজাতে দেশ ও জাতির কল্যান কামনা করা হয় এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডক্টর জুলকারনাইন ও তার পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।