পটিয়ায় ক্যান্সার রোগীর পাশে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন

পটিয়ায় ক্যান্সার রোগীর পাশে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন

পটিয়া সংবাদদাতা : পটিয়ায় দূরারোগ্য এক ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ দান করেছেন মানবিক সেবা সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,  যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি  সাবেক ছাত্রলীগ নেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের নির্দেশনায় ক্যান্সার রোগীকে নগদ অর্থ প্রদান করা হয়।

৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসদরের ১নং ওয়ার্ডের ক্যান্সার রোগী আকিবুল আলমের চিকিৎসার জন্য এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম ও পটিয়া সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি আসহাব উদ্দিন। এর আগে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের কাছারি ভিটা এলাকার অসহায় এক মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান করা হয়।

ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পটিয়ায় চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা, অসহায় মেয়ের বিয়েতে সহায়তা, গৃহ নির্মাণের জন্য ঢেউ টিন বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণসহ বিভিন্ন ধরনের সহায়তা করে যাচ্ছেন।

Related Articles