দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য হলেন ড. জুলকারনাইন

দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য হলেন ড. জুলকারনাইন

পটিয়া সংবাদদাতা : সাবেক ছাত্রলীগ নেতা, পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ, টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি  ড. জুলকারনাইন চৌধুরী জীবনকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত এক আমন্ত্রণ পত্রে ডক্টর জুলকারনাইন চৌধুরীকে এই তথ্য জানানো হয়েছে।  একই সাথে বিষয়টি গণমাধ্যমকেও বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহন করেন।

মানবিক নেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন পিএইচডি ডিগ্রি শেষ করে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে রয়েছেন।

তিনি বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি৷ দীর্ঘদিন ধরে তিনি নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকায় অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহায়তা করছেন৷

দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় তাঁকে  অভিনন্দন জানিয়েছেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,  পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ,  আমার পটিয়া.কম এর সম্পাদক সাংবাদিক এ, টি, এম, তোহা, নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, পটিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী। তার যোগ্য নেতৃত্ব ও পরামর্শে আওয়ামী লীগ তার অগ্রযাত্রা অব্যহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মানবতার এ ফেরিওয়ালাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি পদ দেওয়ায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুভুতি জানিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছেন। আগামীতে দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চাইবেন। সেজন্য তিনি জেলা কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

 

Related Articles