পটিয়া সংবাদদাতা : পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও প্রবীণ আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমদের চিকিৎসা ও শারিরীক অবস্থার খোঁজ নিয়েছেন মানবতার ফেরিওয়ালা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন।
শুক্রবার বিকেলে পটিয়া জেনারেল হাসপাতালে ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের নির্দেশক্রমে তার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল অসুস্থ নেতার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন।
এসময় তার শয্যাপাশে তারা কিছু সময় অতিবাহিত করেন এবং তার আশু আরোগ্য কামনা করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম। তার সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ খান, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল ইমরান, সাইফুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের নির্দেশে মানবিক টিমের প্রতিনিধি দল বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদের উন্নত প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন।