পটিয়ায় বিশ্ব আয়োডিন দিবস পালিত 

পটিয়ায় বিশ্ব আয়োডিন দিবস পালিত 

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিন যুক্ত লবন খাই’ এই শ্লোগানে চট্টগ্রামের পটিয়ায় পালিত হলো বিশ্ব আয়োডিন দিবস। পটিয়া বিসিকের উদ্যোগে আয়োজিত এই দিবসে আলোচনা সভা এবং প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

২১ অক্টোবর (শনিবার) স্থানীয় একটি রেস্তোঁরায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ লবন মিল মালিক সমিতির সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

বক্তব্য রাখেন- পটিয়া সহকারী কমিশনার (ভুমি) ফাহমিদা আফরোজ, পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, বিসিক শিল্প নগরী পটিয়া উপজেলা কর্মকর্তা রমেশ চন্দ্র সানা, ডা: সৌমেন বড়ুয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ইলিয়াছ,উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার মো: বুলবুল, পটিয়া ইন্দ্রপোল লবন মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মো: ফজলুল হক।

প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন বিসিকের জোনাল কো-অর্ডিনেটর মেহেদী হাসান।

সভায় আলোচকবৃন্দ আয়োডিনের ঘাটতি জনিত রোগ গলগন্ড, প্রতিবন্ধিত্ব, হাবাগোবা ও বুদ্ধিহীন জাতি থেকে উত্তরনের জন্য আয়োডিন যুক্ত লবন ও খাবার খাওয়ার পরামর্শ দেন। তারা বলেন এক সময় যেখানে অহরহ প্রতিদ্বন্ধি লোক দেখা যেত বিগত কয়েক বছর সেই সংখ্যা কমে এসেছে। এই সংখ্যা শূণ্যের কোটায় নিয়ে আসতে হলে জনগনকে সচেতন করতে হবে এবং আয়োডিন যুক্ত লবন খেতে হবে। #

Related Articles