পটিয়া শান্তির হাট অটো টেম্পু সমিতির নির্বাচন স্থগিত করলো হাইকোর্ট 

পটিয়া শান্তির হাট অটো টেম্পু সমিতির নির্বাচন স্থগিত করলো হাইকোর্ট 

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : পশ্চিম পটিয়া অটো টেম্পু ও অটোরিক্সা সিএনজি কল্যান বহুমূখী সমবায় সমিতি লি: এর দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আগামী ২৫ অক্টোবর এই নির্বাচনের তারিখ ছিল।

সমিতির সহকারি সাধারন সম্পাদক মো: কুতুব উদ্দিন হাইকোর্টে নির্বাচন স্থগিতের আবেদন করলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ গত ১৯ অক্টোবর আবেদন নিস্পত্তি না হওয়া পর্যন্ত ৪ সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

একই সাথে স্থানীয় সরকার ও সমবায় সমিতির সচিব, বানিজ্য মন্ত্রনালয়ের ডাইরেক্টর জেনারেল অব ট্রেড অর্গানাইজেশন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম, পুলিশ সুপার চট্টগ্রাম, জেলা সমবায় অফিসার চট্টগ্রাম, পটিয়া থানার অফিসার ইনচার্জ ও পশ্চিম পটিয়া অটো টেম্পু ও অটোরিক্সা সিএনজি শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতির উপর রুলনিশি জারি করেন। রুলের পক্ষে শুনানী করেন এডভোকেট ফয়সল দস্তগীর।
বাদী তার আবেদনে জানান, তিনি বর্তমান কমিটির সহ সাধারন থাকা সত্বেও তাকে সমিতির ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। যা প্রচলিত আইন ও সমিতির গঠনতন্ত্র বিরোধী।

সমিতির সাধারণ সম্পাদক নূর নবী নিষেধাজ্ঞার কথা শুনেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমরা সমিতির পক্ষ থেকে রুলের বিরুদ্ধে আপীল করবো।

 

 

Related Articles