পটিয়া সংবাদদাতা : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূগাপূজায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে শাড়ি বিতরণ করা হয়েছে।
২২ অক্টোবর (রবিবার) রাতে পটিয়া পৌর সদরের রামকৃষ্ণ মিশন, গৌরাঙ্গ পাড়া, পাইকপাড়া, উত্তর গোবিন্দারখীল, হাইদগাঁও, খরনা, কেলিশহর, কুসুমপুরা, কাশিয়াইশ, কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, জিরি, আশিয়া ইউনিয়নের বিভিন্ন দূর্গামন্ডপ এলাকায় শাড়ি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, পটিয়া উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক আতিকু রহমান, আবদুল্লা আল মারুফ, ইয়াছিন আরাফাত নয়ন, মো. আসিফ। #