পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও মানবিক সংগঠন “পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন” এর চেয়ারম্যান ,যুক্তরাষ্ট্র প্রবাসী টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, অনুজীব বিজ্ঞানী ড. জুলকারনাইন চৌধুরী জীবনকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান পটিয়াবাসী। তার নি:স্বার্থ পরোপকারিতা, দরিদ্র ও অসুস্থদের প্রতি সহমর্মিতা, গরীব ও মেধাবীদের আর্থিক সাহায্য প্রদান, অসম্প্রদায়িক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে বিভিন্ন ধর্মের উৎসব অনুষ্ঠানে অনুদান প্রদান, এলাকার মানুষের প্রতি গভীর মমত্ববোধের কারণে এলাকার ভোটারদের এখন একটাই চাওয়া ড. জুলকারনাইন চৌধুরীর মত জনদরদীকে জন প্রতিনিধি হিসেবে আজীবন পাশে পাওয়া।
পটিয়া পৌরসভা পূজা পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ, সাধারণ সম্পাদক নয়ন শর্ম্মা বলেছেন, ড. জুলকারনাইন চৌধুরী জাতির পিতার একজন পরীক্ষিত সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তিনি দেশে বিদেশে সরকারের উন্নয়ন তুলে ধরছেন এবং নিজেও সাধ্যমত মানুষকে সহযোগিতা করে চলেছেন। প্রতি বছরের মত এবারও তিনি দূর্গা পূজায় ব্যাপক সহযোগিতা করেছেন। আমরা সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞ।
ড. জুলকারনাইন পারিবারিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছেন। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের রাজনীতি করেছেন। বিগত ৫ বছর প্রবাসে থেকেও পটিয়ার মানুষের কাছে নিজকে যেভাবে মেলে ধরেছেন তাতে তার প্রতি মানুষের ভালবাসা শতগুন বেড়েছে।
কোভিড-১৯ কালে পটিয়ার মানুষের ঘরে ঘরে খাদ্য , ঔষধ ও অক্সিজেন পৌঁছে দিয়ে যে মানবিকতা তিনি প্রদর্শণ করেছেন পটিয়ার ইতিহাসে তা অমলিন হয়ে থাকবে।
এ বছর পটিয়ার সনাতন ধর্মের ১৯৫টি দূর্গা মন্ডপে তার পক্ষ থেকে শুভেচ্ছাবানী ও উপহার পাঠানো হয়েছে।তার প্রতিষ্ঠিত নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের ব্যানারে সংগঠনের অর্থ সচিব নজরুল ইসলাম এসব উপহার সামগ্রী সনাতনী ভাইবোনদের হাতে পৌঁছে দেন।
পটিয়া পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ড. জুলকারনাইন চৌধুরী জীবনের দাতব্য সংগঠন নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে পটিয়া পৌরসভা ২ নং ওয়ার্ডে রামকৃষ্ণ মিশন, হাইদগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে অগ্রণী ক্লাব সার্বজনীন দূর্গা মন্দির, খরনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড খীলপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ সার্বজনীন দুর্গোৎসব , পৌরসভার গৌরাঙ্গ বাড়ি, উত্তর গোবিন্দারখীল, উপজেলার কেলিশহর ইউনিয়নে শান্তিনিকেতন শারদীয় দুর্গামন্দির, মুজাফরাবাদ সার্বজনীন দুর্গাপূজা , উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের প্রগতি সংঘ ও শাপলা সংঘ ,জিরি ইউনিয়নের ৫ ওয়ার্ডে উওর জিরি দীঘির পাড়া, সার্বজনীন শারদীয় দুর্গাপূজা, নাথপাড়া শাপলা সংঘ নাথপাড়া শ্রী শ্রী লক্ষি সংঘ ,কোলাগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ডে পূর্ব কোলাগাঁও অবহেলিত দাশ পাড়ায় দুর্গাপূজা , হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে চরকানাই দাশপাড়া সার্বজনীন দুর্গোৎসব ,পটিয়া পৌরসভার পাইকপাড়া সমাজ কল্যাণ সমিতি ও শ্রী রক্ষাকালী মন্দিরসহ উপজেলার অধিকাংশ মন্দিরেই সেবায়েত ও দরিদ্র নারী-পুরুষ, শিশুদের মধ্যে নতুন কাপড় ও নগদ অর্থ পৌঁছে দেন ড. জুলকারনাইন চৌধুরীর নির্দেশে তার টিমের সদস্যরা ।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেছেন, ড. জুলকারনাইন চৌধুরী জীবনের নাম শুনেছি। তিনি সমাজ সেবা মূলক অনেক কাজ করে চলেছেন। একজন দানশীল ও পরোপকারী ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছে। তবে এখনো তার সাথে সাক্ষাত হয়নি। এবারের দূর্গা পূজায় তার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দিতে দেখেছি।
উল্লেখ্য, ড. জুলকারনাইন চৌধুরী জীবন আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও এলাকাবাসীর অনুরোধে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, নিজ সাধ্যমত জনগনের সেবায় নিয়োজিত আছি। জনপ্রতিনি হতে পারলে জনগনকে আরো ব্যাপক আকারে সহযোগিতা ছাড়াও এলাকার উন্নয়ন করতে পারবো।
মাননীয় প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে তার কাছে আজীবন ঋণী থাকবো। মনোনয়ন না পেলেও জাতির পিতার আদর্শ এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কান্ডারি হিসেবে কাজ করে যাবো।