হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রমে রাস উদযাপন পরিষদ গঠিত

হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রমে  রাস উদযাপন পরিষদ গঠিত

পটিয়া সংবাদদাতা : পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ শ্রীশ্রী গৌর গোবিন্দ আশ্রম প্রতিষ্ঠার ৮১ বছরে পদার্পন ও  ৪ দিন ব্যাপী ব্যাপক কর্মসূচীর মাধ্যমে রাস উৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার আশ্রম অঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আশ্রমের উপদেষ্ঠা রঞ্জিত চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত সভায় বিগত রাস উৎসব ২০২২ এর আয়-ব্যয়ের বিবরণী উপস্থাপন করেন প্রত্যয় চক্রবর্তী।

আশ্রম পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক রূপন কান্তি দাশগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা পরিষদ সভাপতি এডভোকেট দেবাশীষ দত্ত, আশ্রমের সাবেক সভাপতি মৃদুল কান্তি নন্দী, কাজল কান্তি দত্ত, দীপাল কৃষ্ণ মহাজন, প্রদীপ চৌধুরী, কাঞ্চন মজুমদার, ত্রিদিব কুমার দত্ত শিমুল, গৌরাঙ্গ দেব, ডাঃ হারাধন দত্ত, সত্যজিৎ মজুমদার মানু, সুমন মজুমদার, অলক দত্ত, বিক্রমজিৎ মিত্র, দোলন কান্তি দত্ত, অধ্যাপক মিল্টন চৌধুরী, কাঞ্চন দত্ত ডিম্পল, তাপস কৃষ্ণ দেব, সজীব মহাজন, রাজীব দাশগুপ্ত ছোটন, রূবেল মজুমদার, সুপ্লব চৌধুরী প্রমূখ।

সভায় অনির্বান চৌধুরী টুলটুলকে সভাপতি, ঝুলন দত্তকে সাধারণ সম্পাদক, সঞ্জয় সেনগুপ্তকে অর্থ সম্পাদক, রূপেশ মহাজনকে সাংগঠনিক সম্পাদক ও সুপ্লব চৌধুরীকে সহ সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী রাস উৎসব উদযাপন পরিষদ ২০২৩ গঠন করা হয়। সভার প্রারম্ভে গীতা পাঠ করেন গৌরাঙ্গ দাস প্রভূ।

Related Articles