পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মানবিক সংগঠন “পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন” এর চেয়ারম্যান ,যুক্তরাষ্ট্র প্রবাসী টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, অনুজীব বিজ্ঞানী ড. জুলকারনাইন চৌধুরী জীবন আজ (৪ঠা নভেম্বর) এমিরেটস এয়ার লাইন্সের একটি বিমানে যুক্তরাষ্ট্র দেশে ফিরেছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তার দেশে ফেরা খুবই তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন <span;>নাম প্রকাশে অনিচ্ছুক পটিয়া উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা।
দুপুর ১২:৩০ টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এসে পৌঁছলে পটিয়াবাসীর পক্ষে তাকে ব্যাপক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।
এখান থেকে তাকে মোটর শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে কুসুমপুরায় তার নিজ নির্বাচনী এলাকায়।
সেখানে বিকেল ৪ টায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে পটিয়াবাসীর পক্ষ থেকে তাঁকে গণসম্বর্ধনা দেয়া হবে।
যুক্তরাষ্ট্র প্রবাসী এই আওয়ামী লীগ নেতাকে বরণ করতে বিমান বিমান বন্দরে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং জন প্রতিনিধিবৃন্দ।