সংলাপের প্রয়োজনীয়তা নেই : সিইসিকে সাইফুল হক

সংলাপের প্রয়োজনীয়তা নেই : সিইসিকে সাইফুল হক

সংলাপের প্রয়োজনীয়তা নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে খোলা চিঠি দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। নির্বাচন কমিশনের উদ্দেশে খোলা চিঠিতে সাতটি প্রস্তাব তুলে ধরেছেন তিনি।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ চিঠির কথা জানান গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক। এ সময় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জোনায়েদ হোসেন, সংগঠক স্বাভাবিক মিয়া প্রমুখ।

চলমান সংলাপের আয়োজনকে নিছক আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করে সাইফুল হক বলেন, অতীতে কমিশনের বিভিন্ন সংলাপে প্রস্তাব দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি। যে কারণে নির্বাচন অনুষ্ঠানের কোনো পরিবেশ নেই। এই অবস্থায় তফসিল ঘোষণা পিছিয়ে দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলসমূহের মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার তাগিদ দিয়ে পরিষ্কার নৈতিক অবস্থান গ্রহণ করতে পারেন। আর সরকার ও সরকারি দল যদি জবরদস্তি করে নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে চায় তাহলে বাস্তব পরিস্থিতি ও বিবেকের দায় নিয়ে কমিশনের সদস্যরা দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।

নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে সাইফুল হক বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণা আপনাদের দায়িত্ব। কিন্তু দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দল ও জনগণকে আস্থায় না নিয়ে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দেশের নির্বাচনকেন্দ্রিক সংকট আরো ঘনীভূত করবে এবং দেশকে ভয়ংকর বিপর্যয় ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দেবে। এ ধরনের একটা পরিস্থিতি তৈরির দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরও বর্তাবে।’

Related Articles