শিক্ষার্থীদের নৈতিক গুণ অর্জন করতে হবে- আশ্রাফ আলী একাডেমির বিদায় অনুষ্ঠানে বক্তারা

শিক্ষার্থীদের নৈতিক গুণ অর্জন করতে হবে- আশ্রাফ আলী একাডেমির বিদায় অনুষ্ঠানে বক্তারা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা :  চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী আশরাফ আলী একাডেমির ২০২৩ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশে বক্তারা বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক গুণ অর্জন করতে হবে।

বৃহস্পতিবার  ৯ই নভেম্বর সকাল ১০ঃ০০ টায় বিদ্যালয়ের অধ্যক্ষ নাসরিন আক্তার এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এটিএম তোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল আল কাদেরী,  জুলফিকার হাসনাইন, পরিচালনা পর্ষদ এর সদস্য ইসরাত জাহান কাদেরী, বিদ্যালয়ের  শিক্ষিকা শিরিন আক্তার, আশরাফ আলী, আসাদুজ্জামান নূর, শাহানা আক্তার, তানিয়া আকতার।

অতিথিবৃন্দ আশ্রাফ আলী একাডেমির পড়ালেখার মানোন্নয়নের প্রশংসা করে বলেন, এই ধারা অব্যহত রাখতে হবে।  তাঁরা একাডেমির অধ্যক্ষ, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বয়ে বিদ্যালয়টির অগ্রযাত্রা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে বিদায় অনুষ্ঠানে উপস্থিত হলে অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

বিদায় অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

 

 

Related Articles