উন্নত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প নাই- ড.জুলকারনাইন চৌধুরী

উন্নত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প নাই- ড.জুলকারনাইন চৌধুরী

আমার পটিয়া. কম : দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান  ড. জুলকারনাইন চৌধুরী জীবন বলেছেন, একটি সমৃদ্ধশালী উন্নত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই নৌকায় ভোট দিয়ে তাকে আবারো বিজয়ী করতে হবে।

তিনি সোমবার ১৩ নভেম্বর  পটিয়া উপজেলার হাইদগাঁও মধ্যম পাড়ার উদ্যােগে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

ড. জুলকারনাইন চৌধুরী বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।  নমিনেশন যাকে দেয়া হোক সবাইকে নৌকার পক্ষে থাকার জন্য তিনি আহবান জানান।

শ্যামা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবলু দত্তের সভাপতিত্বে এবং উপ সহকারি কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি শিক্ষক এটিএম তোহা, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মোঃ মোরশেদ, পটিয়া উপজেলা যুবলীগ নেতা ইউসুফ খাঁন, মহিউদ্দিন সুমন, শাহজাহান কিবরিয়া রাশেদ, রাশেদ খাঁন, যুবলীগ নেতা এয়াকুব মামুন, পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইরফান, অর্থ সম্পাদক সালাউদ্দিন রাব্বি, আতিকুর রহমান, শ্যামা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক প্রান্ত চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীমান্ত চৌধুরী প্রমূখ নেতৃবৃন্দ।

এই উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

Related Articles