দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ বুধবার সন্ধ্যা ৭টায়। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম সকালে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সকল গণমাধ্যমে সরাসরি ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এদিকে তফসিল উপলক্ষে বুধবার সকাল থেকেই নির্বাচন ভবনে তিনস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গতকাল শুধু নির্বাচন কমিশনের সামনে পুলিশি নিরাপত্তা থাকলেও আজ সকাল থেকে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সেই সাথে নির্বাচন ভবনর ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল আট ৮টার পর থেকে নির্বাচন ভবন এলাকার সামনে র্যাব সদস্যদের অন্তত চারটি গাড়ি টহলে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার প্রবেশ পথে ব্যারিকডও রয়েছে।
সূত্র : মানবজমিন