পাল্টাপাল্টি সমাবেশ ; পটিয়া মাদ্রাসার মহাপরিচালক নিয়ে উত্তেজনা তুঙ্গে

পাল্টাপাল্টি সমাবেশ ; পটিয়া মাদ্রাসার মহাপরিচালক নিয়ে উত্তেজনা তুঙ্গে

পটিয়া সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মহাপরিচালক নিয়ে দ্বন্ধের জেরে হামলা-ভাংচুর ও মহাপরিচালক মাওলানা ওবাইদুল্লাহ হামযার পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার ঘটনায় পক্ষে বিপক্ষে শোডাউন করেছে মাদ্রাসার বর্তমান ও সাবেক ছাত্ররা।

মাওলানা ওবায়দুলল্লাহ হামজার পক্ষে প্রশাসনের পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বহিরাগতরা বাস, কার, মাইক্রো যোগে পটিয়া কলেজ মাঠে মঙ্গলবার দুপুরে জড়ো হন।
তারা মাদ্রাসায় যেতে চাইলে প্রশাসন তাদের নিবৃত করে।

অপরদিকে মাদ্রাসা সংরক্ষণ পরিষদের ব্যানারে মাদ্রাসার পশ্চিম গেইটে মাওলানা ওবায়দুল্লাহ হামজাকে রুখে দেয়ার দাবিতে হেফাজত নেতা আনোয়ার হোসেন রব্বানীর নেতৃত্বে গণঅবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ তাদেরকে মাদ্রাসার ভিতর পাঠিয়ে দেয়। সেখানে মাদ্রাসা মসজিদে মোনাজাতের মাধ্যমে শেষ হয় মাদ্রাসায় শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে উভয় পক্ষের পূর্ব নির্ধারিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পটিয়া সদরে উত্তেজনা বিরাজ করে। পটিয়া থানা পুলিশ ও জেলা পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সর্তক অবস্থান নেয়। মঙ্গলবার সকাল গড়িয়ে বিকেল চারটার দিকে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই গণঅবস্থান কর্মসূচি শেষ হয়।

মাদ্রাসার মহাপরিচালক পদে ওবাইদুল্লাহ হামযাকে পুর্নবহালের দাবীতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আবনায়ে জামিয়া ইসলামিয়া পটিয়ার আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী। মুফতী এনামুল হক, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা সিরজুল ইসলাম, সাতকানিরয়ার ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আবছার উদ্দিন চৌধুরী, মাওলানা আজিজুল হক, মাওলনা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ওসমান, মাওলানা আহছান উল্লাহ, মাওলানা ইমতিয়াজ, মাওলানা ইয়াছিন, মাওলানা এরশাদ উল্লাহ, পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত প্রমুখ।

অন্যদিকে, মাওলানা ওবায়দুল্লাহ হামজার বিপক্ষে পটিয়া জামেয়া মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজত নেতা আনোয়ার হোসেন রব্বানী, মাওলানা হাফেজ নুরুদ্দীন, মাওলানা আকতারুজ্জামান, মাওলানা নুরুল আলম চৌধুরী, মাওলানা আশেক, মাওলানা আনোয়ারুল আজিম, মাওলানা তারেকুর রহমান।

পটিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন ঘটনাস্থলে এই প্রতিবেদককেজানিয়েছেন পটিয়া মাদ্রাসার ঘটনায় মঙ্গলবার সকাল থেকে অতিরিক্ত ৩ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সাজোয়া যান প্রস্তুত রাখা ছিল। পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে ছিল বলেই কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি।

মাদ্রাসার মহাপরিচাকের দায়ের করা মামলায় জামিনে আসা আবদুর রহিম রাজনকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে পূর্বের আরেকটি মামলায়।

Related Articles