পটিয়ায় অবৈধ বালু উত্তোলন করার সময় মেশিন ও পাইপ জব্দ

পটিয়ায় অবৈধ বালু উত্তোলন করার সময় মেশিন ও পাইপ জব্দ

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : বহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রাজঘাট ব্রীজের পাশে অবৈধ বালু উত্তোলন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ পটিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন।

অভিাযানকালে শ্রীমতি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি ড্রেজার মেশিন এবং ১৫০ ফুট পাইপ জব্দ করা হয়।

অবৈধ বালু উত্তোলনকারীরা অভিযানের সময় ম্যাজিস্ট্র্যাট ও পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়।

পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ জানিয়েছেন, আটক মেশিন ও পাইপ জব্দ করে উপজেলায় রাখা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে প্রশাসনের অব্যহত থাকবে।

Related Articles