শপথ নেয়ার একদিন পরেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার করে নিতে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। শনিবার তার অফিস থেকে এ কথা জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, এ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে সমাধান প্রক্রিয়ার আলোচনা চলছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
ঘোষণায় বলা হয়েছে, দিনের শুরুতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে প্রেসিডেন্টের অফিসে সাক্ষাৎ হয় মুইজ্জুর। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে ভারতকে মালদ্বীপ থেকে তার সেনাদের প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানান। প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপ গিয়েছিলেন কিরেন রিজিজু। উল্লেখ্য, মালদ্বীপে ভারতের প্রায় ৭০ জন সেনা সদস্য, রাডার এবং নজরদারি বিমান আছে। দেশটির এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনে টহলে সহায়তা করে ভারতীয় যুদ্ধজাহাজ। ভারত সরকারের সূত্র বলেছেন, মন্ত্রী রিজিজু সাক্ষাৎ করেন মুইজ্জুর সঙ্গে। এ সময় মালদ্বীপে থাকা ভারতীয় সেনা সদস্যদের বিষয় উত্থাপন করেন প্রেসিডেন্ট মুইজ্জু।