পটিয়া প্রেসক্লাবে সম্বর্ধনায় এড. শাহজাহান উদ্দিন সাংবাদিকরা  মানুষকে আলোর পথ দেখায়

পটিয়া প্রেসক্লাবে সম্বর্ধনায় এড. শাহজাহান উদ্দিন সাংবাদিকরা  মানুষকে আলোর পথ দেখায়

পটিয়া :পটিয়া প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শাহজাহান উদ্দিন ৬ষ্ঠ বার পটিয়া আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।

 

পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় এ সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সহ সভাপতি শহীদ উল আলম, সম্বর্ধিত অতিথি এড. এ কে এম শাহজাহান উদ্দিন, উদ্বোধক ছিলেন বিএফইউজের সাবেক যুগ্ম সম্পাদক আসিফ সিরাজ প্রধান বক্তা ছিলেন। সিইউজে,র সিনিয়র সহ সভাপতি অনিন্দ্য টিটু।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের  সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক, সহ সভাপতি এ টি এম তোহা, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যকরী সদস্য এস এম একে জাহাঙ্গীর,  নুর হোসেন,আবেদুজ্জমান আমিরী, , ফারুক বিনজু এস এম রহমান, কামরুল ইসলাম, নজরুল ইসলাম মহি উদ্দিন চৌধুরী, ওবাইদুল হক পিবলু, সুজিত দত্ত, আ ন ম সেলিম প্রমুখ।

এতে সম্বর্ধিত অতিথি এড. এ কে এম শাহজাহান উদ্দিন বলেন, সাংবাদিকরা হচ্ছেন পথহারা দিকভ্রষ্ট ও অধিকার হারা মানুষের শেষ ঠিকানা। মানুষ যখন প্রশাসন সহ সব জায়গায়
অধিকার হারা হয় তখন সাংবাদিকদের কাছে আশ্রয় নেয়। তাই দেশ ও সমাজে নীতি আদর্শ প্রতিষ্টায় সাংবাদিকদের আপসহীন ভূমিকা রাখতে হবে।

তিনি পটিয়া প্রেসক্লাবের দাতা সদস্য পদ গ্রহনের মাধ্যমে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ঘোষনা করেন।
এতে প্রধান অতিথি বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলম বলেন, সাংবাদিকদের অনৈকের কারনে দেশ জাতি ও সমাজ অনেক নায্য দাবি আদায় থেকে বঞ্চিত হয়। যেমন ৭৫, র পরবর্তী জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত পটিয়া জেলা আজো বাস্তবায়ন হঢনি। তিনি পটিয়া প্রেসক্লাবের ঐক্যবদ্ব প্রচেষ্টার মাধ্যমে অধিকার বঞ্চিত মানুষের স্বপ্নের জেলার দাবিকে আরো বেগবান করার আহবান জানান। বিএফইউজে,র সাবেক যুগ্ম মহা সচিব আসিফ সিরাজ বলেন,সাংবাদিকরা সমাজের আয়না।

তিনি সমাজের সব অসংগতি দূরীকরনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। প্রধান বক্তা সিইউজের সিনিয়র সহ সভাপতি অনিন্দ্য টিটু বলেন, সাংবাদিক সমাজ সহ সব পেশাজীবী ঐক্যবদ্ব থাকলে সমাজ থেকে সব ধরনের অনিয়ম দূর্নীতি চিরতরে নির্মূল হবেই। তিনি সব সাংবাদিককে এক মঞ্চে থেকে নিজেদের অধিকার প্রতিষ্টায় কাজ করে যাওয়ার আহবান জানান।

Related Articles