রমজানের শিক্ষা ধারণ করতে হবে- বদিউল আলম

রমজানের শিক্ষা ধারণ করতে হবে- বদিউল আলম

এ,টি,এম,তোহা – বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, পবিত্র রমজানের শিক্ষা হলো আত্মিক শুদ্ধতা। এই শুদ্ধতা নিয়ে সারাবছর চলতে হবে।  রমজানের মূল শিক্ষা হলো ধৈর্য এবং সহনশীলতা ।

কেবল পানাহার থাকার নামই রোজা নয়। রোজা হলো আত্মার শুদ্ধতা। রমজান আসলে রোজা রাখব পবিত্র থাকব এটা ইবাদত নয়। ইবাদত হলো সারাবছর আত্মিক পবিত্রতা থেকে নিজের জীবনে দ্বীনি শিক্ষা চিন্তা চেতনার প্রতিফলন ঘটানো।

তিনি বলেন, আওলিয়ায়ে কেরামগন দ্বীন ইসলামের পথ প্রদর্শক। আওলিয়ায়ে কেরামগনের রেখে যাওয়া শিক্ষায় চলতে হবে।

যারা ক্ষমতায় বসে অন্যায়, অত্যাচার, নিপীড়ন করছে,  তারা ইসলামের দৃষ্টিতে মানুষ নয়। তিনি জামে আওয়ালিয়া কেরামগনের শিক্ষায় শিক্ষিত হয়ে সকলের জীবনে বাস্তবায়ন করে সমাজ, রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থায় তা ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

শুক্রবার পটিয়ার শাহ আমিরুল আউলিয়া (রাঃ) এর দরবার শরীফে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আলহাজ্ব শাহসুফি সৈয়দ মাওলানা মুহাম্মদ বদরুদ্দোজা শাহ আমীর ভান্ডারী (ম.জি.আ) এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোহেল ইমরান, সাইফুল ইসলাম, ব্যাংকার মোরশেদ, মো. সাকিব প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles