পটিয়া অটো টেম্পু সমিতির নির্বাচনে প্রার্থীকে ফরম জমাদানে বাধা দেয়ার অভিযোগ

পটিয়া অটো টেম্পু সমিতির নির্বাচনে প্রার্থীকে ফরম জমাদানে বাধা দেয়ার অভিযোগ

পটিয়া সংবাদদাতা : পটিয়ায় অটো টেম্পু-সিএনজি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ।

বুধবার মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে ১৮ জন প্রার্থী ফরম জমা করেছেন। এর মধ্যে সমিতির কার্যালয়ে ১৩টি এবং নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে ৫টি ফরম জমা পড়েছে।

তবে আরো বিভিন্ন পদের ২৩জন প্রার্থীকে ফরম জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।

জানা গেছে, আগামী ৪ জুন পটিয়া টেম্পু-সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন।

সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক ও সদস্য পদের জন্য ৪১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সমিতির এ নির্বাচনে নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী।

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করতে কিছু ব্যক্তি প্রার্থীদের ফরম জমাদানে বাধা দিয়েছে বলে অভিযোগ । বিষয়টি উপজেলা সমবায় কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

অর্থ সম্পাদক পদে নির্বাচনে ফরম সংগ্রহ করা মো. বেলাল অভিযোগ করেছেন, ফরম জমাদানের শেষদিন বুধবার সমিতির কার্যালয় ও পরে সমবায় সমতির অফিসে গেলে তাকে ফরম জমা দিতে বহিরাগত লোকজন বাধা দেন। বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে অভিযোগ করা হয়েছে।

পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. রাসেল চৌধুরী জানিয়েছেন, পটিয়া টেম্পু-সিএনজি সমিতির নির্বাচনে ফরম জমাদানের বাধার বিষয়ে লিখিত কোন অভিযোগ তিনি পাননি।

তবে মৌখিকভাবে বলেছেন। ফরম জমাদানের জন্য সমিতির কার্যালয় ও সমবায় অফিসে ব্যবস্থা করা হয়েছে। প্রার্থীর ফরম জমাদানে বাধা দেওয়ার বিষয়টি সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Articles