মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পটিয়ায় কর্মশালা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পটিয়ায় কর্মশালা অনুষ্ঠিত

এ,টি,এম, তোহা : চট্টগ্রামের পটিয়ায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন এর সভাপতিত্বে মঙ্গলবার ( ৫ জুলাই)  অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ এর হুইপ ও পটিয়া থেকে নির্বাচিত এমপি সামশুল হক চৌধুরী।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্থানীয় গণমাধ্যম কর্মী এবং উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা এনজিও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মশালায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।সে সাথে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে জাতীয় পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয়ভাবে পরিকল্পনার উদ্যোগ ও বাস্তবায়নে প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মাদকের ট্রানজিট রুট হিসেবে পটিয়া তথা দক্ষিন চট্টগ্রামকে ব্যবহার করতে না পারলে দেশের মাদকের বিস্তার অধিকাংশই নিয়ন্ত্রনে আসবে বলে কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়।

মাদকাসক্তদের চিকিৎসা ও পূনর্বাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে উপজেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।

কর্মশালায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আইন-শৃংখলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের তৎপরতা বৃদ্ধি এবং অভিযান জোরদার করতে পরামর্শ প্রদান করা হয়।

সমাপনী বক্তব্যে ইউএনও আতিকুল মামুন কর্মশালায় উপস্থিত থেকে মূল্যবান মতমত প্রদান করার জন্য অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Related Articles