পটিয়া মাদ্রাসার নতুন মহাপরিচালক মুফতি ওবায়দুল্লাহ হামজা

পটিয়া মাদ্রাসার নতুন মহাপরিচালক মুফতি ওবায়দুল্লাহ হামজা
এ,টি,এম,তোহা, পটিয়া  : দেশের বৃহত্তম কওমী মাদ্রাসা চট্টগ্রামের পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জামেয়া মাদ্রাসার মহা-পরিচালক নিযুক্ত হয়েছেন বহুভাষাবিদ ও ইসলামি স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। তাঁকে কওমি মাদ্রাসার আধুনিকতার পথিকৃৎ হিসেবে মনে করা হয়।
বৃহস্পতিবার মজলিসের শূরার বৈঠক শেষে দুপুরে মহা পরিচালক হিসেবে ওবায়দুল্লাহ হামযাহ’র নাম ঘোষনা করা হয়। এসময় উপ মহা পরিচালক মওলানা আমিনুল হক ও সহকারী মহা পরিচালক আল্লামা আবু তাহের নদভীর নাম ঘোষণা করা হয়।
এতে বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। মজলিসে শূরার সদস্য ও কওমী শিক্ষা বোর্ডের সভাপতি আল্লামা সুলতান যওক নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ, আল্লামা আমীনুল হক, আল্লামা আবু তাহের নদভী, আল্লামা জসীমুদ্দিন কাসেমি, আল্লামা ফোরকানুল্লাহ খলিল, আল্লামা আবদুল হক হক্কানী, আল্লামা মুফতি আবদুল কাদের, আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, আল্লামা মুসলিম কক্সবাজার, আল্লামা মুফতি কেফায়তুল্লাহ শরীফ, আল্লামা দলীলুর রহমান, আল্লামা আফজলুর রহমান শর্শদী, আল্লামা মাকসুদুর রহমান, মুফতি হাসান মুরাদাবাদি, মাওলানা আমানুল্লাহ।
উল্লেখ্য, গত ২১ জুন উক্ত মাদ্রাসার মহা পরিচালক আবদুল হালিম বোখারী মারা গেলে তাঁর জানাযায় মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ ওবায়দুল্লাহ হামযাকে ভারপ্রাপ্ত মহা পরিচালক ঘোষনা করেন।
নতুন মহা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ জানিয়েছেন, এ শিক্ষা প্রতিষ্ঠান উপমহাদেশের দ্বীন ইসলাম প্রচার ও প্রসারে ভুমিকা রেখে এসেছে। আগামীতে তার ধারাবাহিকতা রক্ষা করে আধুনিক ও ডিজিটাল শিক্ষার মধ্য দিয়ে ভুমিকা চলমান রাখবে। তিনি ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৬বছর সৌদি আরবের ধর্ম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক ও অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে তিনি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২০ বছর ধরে তিনি শিক্ষকতা করছেন। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।

Related Articles