সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ জানিয়েছে পটিয়া প্রেসক্লাব

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ জানিয়েছে পটিয়া প্রেসক্লাব

পটিয়া সংবাদদাতা (চট্টগ্রাম) : নিখোঁজের ৫ দিন পর কুস্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধারের সংবাদে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পটিয়া প্রেসক্লাব।

আজ রোববার বিকেল ৫ টায় পটিয়া প্রেসক্লাব এক প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ সভাপতি শহিদুল আলম । বাসসের সিনিয়র স্টাফ রিপোর্টার মিয়া আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুর রাজ্জাক, সহ সভাপতি এ,টি,এৃ,তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক সম্পাদক রবিউল আলম ছোটন, প্রচার সম্পাদক শফিউল আজম,কার্যকর সদস্য জাহাঙ্গীর আলম, আহমদ, আবেদুজ্জামান আমিরী, নুর হোসেন, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিঞ্জু, এসএম রহমান, সুজিত দত্ত , মোঃ মহিউদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।

বক্তৃতারা অবিলম্বে হাসিবুর রহমান রুবেলের ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

উল্লেখ্য, নিহত রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিংয়ের এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন রুবেল। ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে অবস্থান করছিলেন। এ সময় মোবাইলে একটি কল এলে রিফুর রহমান তিনি অফিস পিয়নকে ‘বাইরে থেকে আসছি’ বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরের দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের নতুন ব্রিজের নিচে নদীতে তার লাশ ভেসে ওঠে। পরনের জামা-কাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের আমলে দেশে গুম-খুনের যে সংস্কৃতি চলছে তার সর্বশেষ শিকার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। গত এক যুগে এ নিয়ে ৪৫ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।

Related Articles