পটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন দেয়া আসামিরা প্রকাশ্যে ঘুরছে।

পটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন দেয়া আসামিরা প্রকাশ্যে ঘুরছে।

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাত: পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আওয়ামী লীগ নেতা আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল হত্যা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে আগুন দেওয়ার মামলার আসামী বিএনপি নেতা মোহাম্মদ কাইছসহ তার সহযোগিরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরার অভিযোগে আজ সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার সকালে পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম সাইফু।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা কাইছের মিথ্যা মামলার শিকার মো. সাইফুল ইসলাম অভি, মোরশেদ আলম ও মো. নুরুল আলম।

সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন- উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ব্যক্তিগত অর্থে পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল নির্মাণ করা হয়। এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে গত ২১ মে ভোরে ম্যুরালে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় বিএনপি নেতা কাইছকে প্রধান আসামী করে ইউপি চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

কাশিয়াইশ ইউনিয়নের ব্যবসায়ী সাইফুল ইসলাম সাইফু জানিয়েছেন, বিএনপি নেতা কাইছের নেতৃত্বে এলাকায় নানা অপকর্ম চলছে। গত ২২ এপ্রিল কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাইকে নির্মমভাবে খুন করা হয়। ওই মামলাতেও কাইছ আসামী। তার বিরুদ্ধে থানায় গ্রেফতারী পরোয়ানা থাকলেও পুলিশ অদৃশ্য কারণে গ্রেফতার করছে না বলে অভিযোগ। বরঞ্চ কাইছ এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

ম্যুরালে আগুন দেওয়ার ঘটনায় সালাউদ্দিন তালাশ ও মাঈনুদ্দিন রাসেল নামের দুই যুবক গ্রেফতারও হয়েছে। তাদের মধ্যে তালাশ এখনও কারাগারে। বর্তমানে মামলাটি চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। মামলাটি ভিন্নখাতে প্রভাবিত করতে আসামীরা পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আরেকটি পাল্টা মামলা করে হয়রানি করছে।

Related Articles