চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিলেন দৌলতি

চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিলেন দৌলতি

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী শপথ গ্রহন করেছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি চেয়ারম্যান হিসেবে তার দ্বিতীয় শপথ অনুষ্ঠান। 

এর আগে তিনি ২০১৭ সালে তিনি বিএনপির মনোনয়নে চেয়ারম্যান হয়েছিলেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় আবদুর রশিদ দৌলতি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

এসময় শপথ পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

গত বছরের ডিসেম্বরের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে পটিয়া ১৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামশুল আলম আলমদার শপথ গ্রহনের দুইদিন পর বার্ধ্যজনিজ কারনে মৃত্যু বরন করেন।

এরপর নির্বাচন কমিশন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেন। গত ১৫ জুনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

যদিও সেদিনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রয়াত চেয়ারম্যানের বড় ছেলে মামুনুর রশীদ রাসেল ঋন খেলাপির অভিযোগে অভিযুক্ত হওয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করে। ভোটে নির্বাচিত হন আবদুর রশিদ দৌলতী।

Related Articles