৬০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ইউনিয়ন ব্যাংক পটিয়া শাখা

৬০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ইউনিয়ন ব্যাংক পটিয়া শাখা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : ইউনিয়ন ব্যাংক পটিয়া শাখা পটিয়ার ৩ বিদ্যালয়ের ৬০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি দিয়েছে। এই উপলক্ষে গতকাল ৩০ জুলাই এ,এস,রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান।

অনুষ্ঠানে এ,এস,রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ২০ জন, এসআলম কলেজিয়েট স্কুলের ২০ জন এবং পটিয়া আদর্শ স্কুলের ২০ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে ৬০ হাজার টাকার গিফট চেক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ও রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ,টি,এম, তোহা, সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, ইউনিয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আনোয়ারুল ইসলাম, সিনিয়র অফিসার মোরশেদুল ইসলাম, কামরুল ইসলাম,মাসুদুল আলম, আলাওল, আবদুল হান্নান।

বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ইউনিয়ন ব্যাংক সারাদেশেই গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করে আসছে। পটিয়ায় এই কার্যক্রম অব্যহত থাকবে। ৪র্থ প্রজম্মের শরীয়াহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক ২০১৩ সালে প্রতিষ্ঠার পর অতি অল্পসময়ে গ্রাহকের নিকট নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।

Related Articles