পিআইবি’র উদ্যোগে পটিয়ায় শুরু হয়েছে সাংবাদিকদের ৩ ব্যাপী প্রশিক্ষণ

পিআইবি’র উদ্যোগে পটিয়ায় শুরু হয়েছে সাংবাদিকদের ৩ ব্যাপী প্রশিক্ষণ

পটিয়া সংবাদদাতা (চট্টগ্রাম) চট্টগ্রামের পটিয়ায় শুরু হয়েছে মফস্বল সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে এই কর্মশালায় অংশ নিচ্ছেন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৭০ জন সাংবাদিক।

২টি ভেন্যুতে এই প্রশিক্ষণ আজ ৯ আগষ্ঠ থেকে শুরু হয়ে চলবে ১১ অগাস্ট পর্যন্ত। পটিয়া ব্যানবেইস কার্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতা এবং পটিয়া পৌরসভা কার্যালয়ের হলরুমে সাংবাদিকতার বেসিক নিয়ম-কানুনের উপর প্রশিক্ষণ কর্মশালা একই সাথে আজ ৯ অগাস্ট সকালে উদ্বোধন হয়।

অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে কর্মশালা উদ্বোধন করেন  পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন এবং  বুনিয়াদি সাংবাদিকতা কর্মশালা উদ্বোধন করেন পৌর মেয়র আইয়ুব বাবুল।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বৈশাখী টিভির প্ল্যানিং কনসালটেন্ট জুলফিকার আলী মানিক এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক কর্মশালার সমন্বয়ক শাহ শেখ মজলিশ ফুয়াদ এবং <span;>পিআইবি সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপু।

প্রশিক্ষনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ ও উত্তরণের উপায়, অনুসন্ধানী সাংবাদিকতার ধরণ, কৌশল এবং ধাপসমূহ এবং সোর্স পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা সম্পর্কে ধারণা দেয়া হবে। তাছাড়া অনুসন্ধানী সাংবাদিকততা বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করা হবে।

Related Articles