দেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়- মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুব

দেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়- মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুব

আমার পটিয়া. কম : আওয়ামী নেতা ও বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুব বলেছেন , ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে বঙ্গবন্ধুকে দেশের প্রথম রাষ্ট্রপতি করে অস্থায়ী সরকার গঠন করা হয়। সে সরকারি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে।

আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ আলোচনা সভা ও ইফতার মাহফিলের তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। 

৭৫’ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান বলেন, দলের দুঃসময়ে যারা দলের হাল ধরেছিল তারা আজ অবহেলিত।

দলের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মামুন উদ্দিন,সাইফুদ্দিন ভোলা, সভাপতিত্ব করেন ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো হাসান শরীফ, এবং আরো উপস্থিত ছিলেন যুবনেতা বেলাল নূর,ইসলাম, ইকবাল, ছৈয়দ নূর,মহিম, শাহাজাহান, নাজিম উদ্দীন, ছাত্রলীগ নেতা রুবেল, আনিস, কিসলু,ফারুক, আরাফাত প্রমূখ নেতৃবৃন্দ।

সভায় বিশেষ অতিথি ডিএম জমির উদ্দিন  বলেন ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়।

এই সরকারের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ লাভ করে।

তিনি  বলেন, অস্থায়ী সরকারের ৪ নেতাকে জেল খানায় নির্মমভাবে হত্যা করা হয় যাতে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেয়া যায়। কিন্তু শেখ হাসিনা সকল চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন।

তিনি বলেন সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। তাজউদ্দীন আহমদকে নিয়োগ দেওয়া হয় প্রধানমন্ত্রী হিসেবে। খন্দকার মোশতাক আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে মন্ত্রিপরিষদের সদস্য করা হয়।

এই অস্থায়ী সরকারের নেতৃত্বে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়।

প্রধান বক্তা জসিম উদ্দিন বলেন,বঙ্গবন্ধু এদেশের প্রথম রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর আহবানে এবং নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলছেন। কোন অপশক্তি যেন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।

Related Articles