পটিয়ায় আ’লীগ নেতাকে নির্যাতনের ঘটনায় পুত্রসহ চেয়ারম্যান জসীম আটক

পটিয়ায় আ’লীগ নেতাকে নির্যাতনের ঘটনায় পুত্রসহ চেয়ারম্যান জসীম আটক

পটিয়া সংবাদদাতা,চট্টগ্রাম : পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার ঘটনায় হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম (৫০) ও তার ছেলে মুসফিক উদ্দিন ওয়াসি (২৭) কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ভোর রাতে চেয়ারম্যানের বাড়ি থেকে পিতা ও পুত্রকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।

ওসি রেজাউল করিম মজুমদার জানান, শুক্রবার হাইদগাঁও ইউনিয়ন আ’লীগের উদ্যাগে ইফতার পার্টির আয়োজন করে৷

এতে ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে দাওয়াত না দেওয়া ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে দাওয়াত দেওয়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে জিতেন গুহকে বেদমভাবে মারধর করে গাছের সাথে বেঁধে রাখে৷
<span;>এই ছবি তাৎক্ষণিক ভাইরাল হলে দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়৷ ঘটনার পর জিতেন গুহের ভাই তাপস গুহ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বিএম জসিমসহ ৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়৷ এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করেন।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, আ’লীগ নেতাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার ঘটনায় হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম ও তার পুত্র ওয়াসিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles