যুবলীগ নেতাদের উপর গুলিবর্ষণকারীরা আটক হচ্ছে না কেন? শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় যুবনেতা বদিউল আলমের প্রশ্ন

যুবলীগ নেতাদের উপর গুলিবর্ষণকারীরা আটক হচ্ছে না কেন? শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় যুবনেতা বদিউল আলমের প্রশ্ন

আমার পটিয়া. কম : পবিত্র রমজান মাসে ৩ যুবলীগ নেতার উপর হামলাকারী জামায়াত-বিএনপি-ফ্রিডম পার্টি থেকে আগত সন্ত্রাসীরা এখনো গ্রেফতার হচ্ছে না কেন?  প্রশাসনের কাছে জানতে চেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

তিনি শনিবার পটিয়া রেল স্টেশন চত্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত দলের এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

উল্লেখ,  ২০০৭ সালের ৭ই মে মঈনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন করেন।

এছাড়া চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের ৩ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের আটকের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, আর একজন ত্যাগী নেতাকর্মী যদি নির্যাতনের স্বীকার হয় তাহলে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না।  এই পটিয়ার জনপদ থেকে বিতারিত করা হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এখনো পর্যন্ত চুপ করে আছি।

যুবলীগের ৩ নেতার উপর আমদানীকৃত জামাত-শিবিরের ক্যাডার দিয়ে পরিকল্পিত ভাবে ব্রাশ ফায়ার চালিয়ে হত্যার চেষ্টা করেছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও বিএনপি-জামায়াত, সর্বহারা লোকদের তান্ডব চলছে সারা পটিয়ায়।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের এজেন্ট একটি পরিবার পটিয়ার মানুষকে জিম্মি করে শোষণ করছে। পটিয়ার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে এই পরিবারকে পটিয়া থেকে তাড়াঁতে। তিনি অবিলম্বে পটিয়া যুবলীগের অতন্দ্র প্রহরীদের হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা আজিজুল হক মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর, সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডিএম জমির উদ্দিন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, পৌরসভা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাবেক সদস্য সাইফুল ইসলাম সাইফু, যুবনেতা ইকবাল।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক যুবলীগ নেতা রিটন বড়ুয়া, পৌরসভা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন ভোলা, যুবনেতা হাসান শরীফ, মোঃ বেলাল, সিদ্ধার্ত বড়ুয়া, মোঃ কামাল উদ্দিন, তৌহিদুল আলম জুয়েল, আবদুল আওয়াল, মোঃ আনোয়ার, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ রুনেল, বাদশা মিয়া, ছোটন আর্চায্য, সাইফুল ইসলাম রাসেল, ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, আদনান রুবেল, জয় চৌধুরী প্রমূখ।

Related Articles