নির্বাচনের ৭২ ঘন্টা আগে ছনহরায় নৌকার প্রার্থী আউট

নির্বাচনের ৭২ ঘন্টা আগে ছনহরায় নৌকার প্রার্থী আউট

পটিয়া সংবাদদাতা, চট্টগ্রাম: রিটার্নিং কর্মকর্তা কর্তৃক পটিয়ার ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকা প্রার্থী মামুন রশিদ রাসেলের  মনোনয়ন বাতিলের সিদ্ধান্তই বহাল রাখলো হাইকোর্ট। 

আজ সোমবার পূর্নাঙ্গ শুনানি শেষে ১ নং আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি  এম এনায়েতুর রহিম রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিল আদেশ বহাল রাখেন।

ফলে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য উপ নির্বাচনের মাত্র ৭২ ঘন্টা নির্বাচনী মাঠ থেকে আউট হয়ে গেলেন নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশীদ রাসেল।

এর আগে গত ২৯ মে রবিবার সুপ্রীম কোর্টের চেম্বার আদালত ৬ জুন পর্যন্ত  প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন।

নির্বাচনে এতদিন নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল, স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী, স্বতন্ত্র প্রার্থী মো. সাহাবুদ্দিন ও জাহেদুল হক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।

ঋন খেলাপীর কারণে নৌকা প্রতীকের প্রার্থী রাসেলের মনোনয়ন বাতিল হয়। পরে রাসেল চট্টগ্রাম জেলা নির্বাচন আপিল ট্রাইবুনালে আবেদন করলেও সেখানেও মনোনয়ন বাতিল বহাল রাখা হয়।

মনোনয়ন বহাল রাখার জন্য রাসেল পওর হাইকোর্টে রিট আবেদন করলে গত ২৫ জুন শুনানী শেষে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন।

এর বিরুদ্ধে প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী চেম্বার আদালতে আপিল করেন। ২৯ মে রবিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

অপরদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী জানিয়েছেন, সুপ্রীম কোর্টের চেম্বার আদালতে চূড়ান্ত শুনানির পর নির্বাচন স্থগিত হওয়ার আর কোন সুযোগ নেই।

Related Articles