বার্সাকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন এক বিস্ময়বালক

বার্সাকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন এক বিস্ময়বালক

কিছুদিন আগেও কথাটা মুখে আনতো না বার্সেলোনা। তবে লা লিগায় ধারাবাহিক পারফরম্যান্সে এখন শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছে দলটি। তাদের আশার পালে হাওয়া দিলেন ‘বিস্ময়বালক’ পেদ্রি। রোববার তার একমাত্র গোলেই সেভিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থাকলেও এক ম্যাচ কম খেলেছে জাভির দল।

চলতি মৌসুমে বার্সার জার্সিতে মাত্র ৪ গোল পেদ্রির। তবে গোল দিয়ে এ স্প্যানিয়ার্ডকে বিচার করলে বোধ হয় ভুল হবে। সেভিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের ৭২তম মিনিটে একক নৈপুণ্যে গোল করেন তিনি। ৭২তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণকে নাচিয়ে ডিবেক্সর বাইরে থেকেই নিচু শটে বল জড়ান ১৯ বছর বয়সী মিডফিল্ডার।

গোলের পর কোচ জাভির উচ্ছ্বাসটাও ছিল দেখার মতো। আর ম্যাচে পর তিনি বলেন, ‘পেদ্রির সঙ্গে কোনো তুলনা চলবে না।’

মাঠে নামার আগে সেভিয়ার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল বার্সেলোনা। জিতে এক লাফে তারা উঠে এলো দুই নম্বরে। তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ও চতুর্থ স্থানে নেমে যাওয়া সেভিয়ার সমান ৫৭ পয়েন্ট বার্সেলোনারও। তবে গোল গড়ে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাতালান জায়ান্টরা। সেভিয়া ও অ্যাটলেটিকোর চেয়ে ম্যাচও একটি কম খেলেছে বার্সা।

Related Articles