এটা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। আর অভিষেক আসরেই জয় দিয়ে নিজেদের ছাপ রাখতে পেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আসরে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দেখে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও দারুণ লড়াই করে টাইগ্রেসরা। সেদিন ম্যাচ শেষে বাংলাদেশের অফস্পিনার সালমা খাতুনকে প্রসংশায় ভাসিয়েছিলেন অজিরা। আর টুর্নামেন্ট শেষে আসর সেরা একাদশে স্থান পেলেন বাংলাদেশি অলরাউন্ডার।
নিউজিল্যান্ডে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন (সোমবার) আইসিসি ঘোষণা করে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন।’ আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয় জনের একটি প্যানেল বেছে নেয় এই একাদশ।
সালমা বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের প্রায় শুরুর অভিযাত্রী। যাদের হাত ধরে এ দেশের মেয়েদের ক্রিকেট নড়বড়ে ভিত খানিকটা শক্ত হয়েছে এবং এগিয়ে গেছে সামনের পথে, তাদেরই একজন তিনি। দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন দুই সংস্করণেই।