পটিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

পটিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

আমার পটিয়া. কম  : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে  বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ-১৭) ফাইনাল খেলার মাধ্যমে পটিয়া উপজেলা পর্বের সমাপ্তি হলো গতকাল ১১ জুন শনিবার  বিকেলে।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ এবং বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কৃত করেন।

ফাইনাল খেলা দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রচুর সংখ্যক দর্শক পটিয়া স্কুল মাঠে দুপুরের পর থেকেই উপস্থিত হতে থাকে।

খেলা শুরুর আগেই মাঠের চারপাশ এবং পার্শ্ববর্তী ভবনগুলোর ছাদে, গাছের ডালে উঠে অনেকেই খেলা দেখার জন্য বসে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রায় ২৫ হাজার দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন। 

ফুটবল প্রেমী দর্শকের করতালিতে গোটা এলাকা মূখর হয়ে উঠে। 

সুশৃঙ্খল  ও আনন্দয় পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ায় দর্শকবৃন্দ প্রশাসনকে ধন্যবাদ জানান।

ফাইনাল  খেলায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। 

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন এর সভাপতিত্বে ফাইনাল খেলার  বিজয়ী দল  দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন এবং  রানার্স আপ পটিয়া পৌরসভা দলকে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। 

খেলা শুরুর আগে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং  সুশৃঙ্খল ভাবে খেলোয়াড় সূলভ আচরণের মাধ্যমে জয়-পরাজয় মেনে নেয়ার পরামর্শ দেন।

খেলা শেষে সভাপতির বক্তব্যে ইউএনও আতিকুল মামুন খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দর্শকরা সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করেছে বলেই টূর্ণামেন্টের সফল সমাপ্তি করা সম্ভব হয়েছে। 

উল্লেখ্য নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে ৫-৪ গোলে দক্ষিণ ভূর্ষি জয়লাভ করে।

এর আগে গত ১ জুন বিকেলে পটিয়া মডেল স্কুল মাঠে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন উপস্থিত খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংগঠকদের ক্রীড়াসূলভ আচরণ ও পরিবেশ বজায় রেখে সুশৃঙ্খল ভাবে টূর্ণামেন্ট শুরু ও সমাপ্তি করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু।

পৌরসভা আ.লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম.এন.এ নাছির।

খেলায় উপজেলা ও পৌরসভার মোট ১৬ টি টিম অংশগ্রহন করে।

Related Articles