পাকিস্তানকে ভুগিয়ে ৩৭৮ রানে থামলো শ্রীলঙ্কা

পাকিস্তানকে ভুগিয়ে ৩৭৮ রানে থামলো শ্রীলঙ্কা

গলে সিরিজের দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে ভুগিয়েছে শ্রীলঙ্কার টেল এন্ডার। ৬ উইকেটে ৩১৫ রানে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট হয় তারা। এর মধ্যে শেষ দুই উইকেটে ৪৫ রান যোগ করে দলটি।

দলীয় ৩২৭ রানে নাসিম শাহর বাউন্সারে বাবরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দুনিথ ওয়াল্লালাগে (১১)। আগেরদিন ৪২ রানে অপরাজিত থাকা নিরোশান ডিকওয়েলাও বেশিক্ষণ টিকতে পারেননি। ফিফটি ছোঁয়ার পরপরই নাসিমের বলে আউট হন তিনি। ডিকওয়েলার ৫৪ বলে ৫১ রানের ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও একটি ছক্কার মার।

শেষ দুই ব্যাটারকে নিয়ে কিছুক্ষণ লড়েছেন রমেশ মেন্ডিস। ইয়াসির শাহর বলে বোল্ড হওয়ার আগে ৫২ বলে করেন ৩৫ রান। টেস্টে এটি তার সর্বোচ্চ ইনিংস। এর আগে প্রভাত জয়সুরিয়াকে (৮) এলবিডব্লু’র ফাঁদে ফেলেন ইয়াসির।

আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। ইয়াসির ও নাসিম ৩টি করে উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে। মোহাম্মদ নওয়াজের শিকার ২ উইকেট। নোমান আলী নিয়েছেন একটি।
প্রথম টেস্টে ৪ উইকেটে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে পাকিস্তান।

Related Articles