৯ বছর পর জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের

৯ বছর পর জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের

সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৩০৪ রানের টার্গেটে ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।

১০৯ বলে ১৩৫ রানের অপরাজিত ইনিংসে জিম্বাবুয়েকে জয়ের বন্দরে পৌঁছে দেন সিকান্দার রাজা।

৯ বছর আর ১৯ ম্যাচ পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডেতে হারলো বাংলাদেশ।

কাইয়া-সিকান্দারের সেঞ্চুরি

৩০৩ রান নিঃসন্দেহে বড় সংগ্রহ ওয়ানডে ক্রিকেটে। তবে এই সংগ্রহেও হারের শঙ্কায় পড়ছে টাইগাররা। সিকান্দার রাজা, ইনোসেন্ট কাইয়ার জাদুকরি ইনিংসে জয়ের স্বপ্ন বুনছে জিম্বাবুয়ে। ইতোমধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন কাইয়া ও রাজা।
১১৫ বলে ১১ চার ও ১ছক্কায় শতক পূর্ণ করেন কাইয়া। এরপরই ৮১ বলে ৮ চার ও ৪ ছক্কায় থ্রি ম্যাজিকাল ডিজিট স্পর্শ করেন সিকান্দার রাজা।
৩৯ ওভার শেষে ৩ উইকেটে ২৩৫ রান জিম্বাবুয়ের। ১১ ওভারে ৬৯ রান প্রয়োজন স্বাগতিকদের।

সিকান্দার রাজার ফিফটি, ভয়ঙ্কর হয়ে উঠছে জিম্বাবুয়ে

শুরুর ধাক্কা সামলে ভয়ঙ্কর হয়ে উঠছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনোসেন্ট কাইয়ার ফিফটির পর এবার ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করলেন সিকান্দার রাজা। ৫৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫৮ রান রাজার। ইনোসেন্ট কাইয়া ৬৫ রানে অপরাজিত রয়েছেন।
৩১ ওভার শেষে ৩ উইকেটে ১৫৬ রান জিম্বাবুয়ের।

জয়ের জন্য ১৯ ওভারে ১৪৮ রান প্রয়োজন স্বাগতিকদের। আর টাইগারদের প্রয়োজন ৭ উইকেট।

কাইয়ার ফিফটিতে জিম্বাবুয়ের একশো পার

দলীয় ৬২ রানে তৃতীয় ব্যাটার হিসেবে কাটা পড়ে ওয়েসলে মাধেভেরের উইকেট। ২৭ বলে ১৯ রানে ফেরেন তিনি। এরপর সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ফিফটি হাঁকান ইনোসেন্ট কাইয়া। তাতে পাহাড়সম রানের টার্গেটে ১শ’ রান পার করলো জিম্বাবুয়ে।
৬৬ বলে ৭ বাউন্ডারিতে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকান কাইয়া। ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১১ রান জিম্বাবুয়ের।

ধাক্কা সামলে থিতু হওয়ার চেষ্টায় কাইয়া-মাধেভেরে

মোস্তাফিজ-শরিফুলের নৈপুণ্যে শুরুতেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। শুরুর ধাক্কা সামলে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলে মাধেভেরে। ১০ ওভার শেষে দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে ৪২ রান যোগ করেন। কাইয়া ২২ এবং মাধেভেরে ১৫ রান নিয়ে লড়ছেন। ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৪৮ রান।

৬ রানে দুই উইকেট নেই জিম্বাবুয়ের

পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপের মুখোমুখি জিম্বাবুয়ের ব্যাটাররা। মাত্র ৬ রানে দুই উইকেট নেই স্বাগতিক দলের। প্রথম ওভারের শেষ বলে অধিনায়ক রেগিস চাকাভাকে ২ রানে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারে শরিফুল ইসলামের শিকার তারিসাই মুসাকান্দা। ৫ বলে ৪ রান করেছেন এই জিম্বাবুইয়ান ওপেনার।
৩.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৮ রান।

৩০৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বড় টার্গেট দিলো বাংলাদেশ। প্রথম চার ব্যাটারের ফিফটিতে টাইগাররা সংগ্রহ করেছে ৩০৩ রান।
তামিম ইকবাল (৬২), লিটন দাস (৮১), এনামুল হক বিজয়ের (৭৩) পর অপরাজিত ফিফটি হাঁকান মুশফিকুর রহীম। ৪৯ বলে ৪৫ বাউন্ডারিতে ৫২ রান করেন তিনি। ১২ বলে ২০ রান নিয়ে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ।

প্রত্যাবর্তনে বিজয়ের বাজিমাত

২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন এনামুল হক বিজয়। এরপর দীর্ঘ ৩ বছর সুযোগ হয়নি বাংলাদেশের ওয়ানডে দলে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে থাকলেও তিন ম্যাচে একাদশে সুযোগ হয়নি বিজয়ের। জিম্বাবুয়ের বিপক্ষে অপেক্ষার অবসান হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারের। প্রত্যাবর্তন ম্যাচটা ফিফটি হাঁকিয়ে রাঙালেন বিজয়।
৬২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করে আউট হন বিজয়। আন্তর্জাতিক ওয়ানডেতে এটি তার চতুর্থ হাফসেঞ্চুরি।
৩৬ বলে ৩৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহীম। ৪৫.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৭ রান।

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন

দৃঢ় ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তবে চোটে পড়ে মাঠ ছাড়তে হলো টাইগার ওপেনারকে। সিঙ্গেল নিতে গিয়ে পেশিতে টান পড়ে তার। চোটের কারণে লিটনকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ক্রিজ ছাড়ার আগে ৮৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮১ রান করেন তিনি।
৩৩.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৩ রান।

১১৯ রানে ভাঙলো টাইগারদের ওপেনিং জুটি

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের কোনোটিতেই টাইগারদের ওপেনিং জুটি ছুঁতে পারেনি পঞ্চাশের কোঠা। প্রথম ম্যাচে ৯, দ্বিতীয়টিতে ৪৮ ও তৃতীয় ওয়ানডেতে ২০ রানে ছেদ পড়ে টাইগারদের উদ্বোধনী জুটিতে। এবার জিম্বাবুয়ের প্রথম ওয়ানডেতে বিপক্ষে ১শ’ ছাড়ালো বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ। তামিম-লিটন মিলে স্কোরবোর্ডে তুললেন ১১৯ রান।
২৫.৪ ওভারে সিকান্দার রাজার বলে তামিম আউট হলে ভাঙে এই শতক ছোঁয়া জুটি। ৮৮ বলে ৯ চারে ৬২ রান নিয়ে সাজঘরে ফেরেন তামিম।
ফিফটির দ্বারপ্রান্তে রয়েছেন ওপেনার লিটন দাস। ৭৪ বলে ৪ চারে ৪৯ তার। ২৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪০ রান।

তামিমের ফিফটি, বিনা উইকেটে একশো পার বাংলাদেশের

শুরু থেকেই ধীর গতিতে ব্যাটিং করছিলেন তামিম ও লিটন। দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় এরইমধ্যে ১০০ ছুঁয়েছে বাংলাদেশ। আর তামিম পেয়েছেন ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরির দেখা।
৮১ বলে ৭ বাউন্ডারিতে ৫১ রান নিয়ে ক্রিজে রয়েছেন তামিম। ৬১ বলে ৪ বাউন্ডারিতে ৪২ রান নিয়ে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন।
২৩.৪ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান।

তামিম-লিটনের ধীর ব্যাটিংয়ে পঞ্চাশ পার বাংলাদেশের

টি-টোয়েন্টি সিরিজ হারে শুরু হয়েছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। সেই বাজে স্মৃতি মেটানোর দায়িত্ব এবার তামিম ইকবালের ওয়ানডে দলের ওপর। শেষটা ভালো করার লক্ষ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসের ধীরস্থির ব্যাটিংয়ে ৯.৪ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫১ রান।

৩৩ বলে ৫ বাউন্ডারিতে ৩১ রান নিয়ে ক্রিজে আছেন তামিম ইকবাল। ২৬ বলে ১ চারে লিটনের সংগ্রহ ১৮*।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টসে জিতে টাইগারদের শুরুতে ব্যাটিং করার আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক রেগিস চাকাভা।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা (অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধাভেরে, মাসাকাদজা, সিকান্দার রাজা, তারিসাই মুসাকান্দা, মিল্টন সাম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গি, ভিক্টর এনইয়াউচি, রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।

Related Articles