পটিয়া বারের নবনির্বাচিত কর্মকর্তাদের সম্বর্ধনা দিল পটিয়া আইন কলেজ

পটিয়া বারের নবনির্বাচিত কর্মকর্তাদের সম্বর্ধনা দিল পটিয়া আইন কলেজ

আমার পটিয়া.কম: পটিয়া আইনজীবি সমিতির নব নির্বাচিত নের্তৃবৃন্দকে পটিয়া আইন কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে পটিয়া আইন কলেজ মিলনায়তনে কলেজ সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের এলজিপি বদিউল আলম।
বক্তব্য রাখেন সম্বর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া বারের নব নির্বাচিত সভাপতি সভাপতি এড. এ কে এম শাহজাহান উদ্দিন, সহ সভাপতি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মাহবুবা আজমেরী মিষ্টি, সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মহি উদ্দিন মুহিন, সাংস্কৃতিক সম্পাদক তানজিনা জাহান, সদস্য অনিক দে যিশু, রনি চৌধুরী বাবু, রোকন উদ্দিন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, অধ্যক্ষ এড. অনুপম নাথ, অধ্যাপক অজিত মিত্র, অলক দাশ, নজরুল ইসলাম, শহীদুল­াহ সাদা, পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি শিবু কান্তি দাশ, সাইফুল ইসলাম সোহেল,আবু ছাইদ তালুকদার খোকন, আবদুর রহমান রুবেল, আবদুল­াহ আল মামুন, রফিকুল ইসলাম অনুষ্টান পরিচালনা করেন অধ্যাপক ভগিরত দাশ, মোনাজাত পরিচালনা করেন মৌলানা রেজাউল করিম আল কাদেরী।
এতে বক্তারা বলেন হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ব পটিয়ায় আইন কলেজ পটিয়ার ঐতিহ্যকে সুসংহত করেছে। এখান থেকে আইন বিষয়ে পড়াশুনা করে অনেকেই এখন আইনজীবি হিসেবে প্রতিষ্টিত হয়েছে। যারা নানান ভাবে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়েছেন। তারা এ কলেজের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের আইন বিষয়ে পড়াশুনা করতে চাইলে সব রকমের সহায়তার আশ্বাস দেন।

এছাড়া ও এতে পটিয়া বারের নব নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের সাফল্য কামনা করে বলা হয়, বারকে পটিয়া আদালতের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এতে পটিয়া বারের নব নির্বাচিত সভাপতি বারের ঐক্যবদ্ব প্রয়াসে আদালত ভবনের উন্নযয়নে সরকার সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।এতে সভাপতি বদিউল আলম বলেন, অনেক জেলায় আইন কলেজ নেই। সেক্ষেত্রে সাবেক মহকুমা ও বঙ্গবন্ধু ঘোষিত জেলা সদর হিসেবে পটিয়া আইন কলেজের স্বীকৃতি আমরা আনতে সক্ষম হয়েছি।

তিনি গৌরব আর ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় পটিয়া আইন কলেজ কে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Related Articles