নুরুল করিম সাধারণ সম্পাদক ; চার বছর পর পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা পূনর্গঠিত

নুরুল করিম সাধারণ সম্পাদক ; চার বছর পর পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা পূনর্গঠিত

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : দীর্ঘ চার বছর পর পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক তরুণ উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি নুরুল করিম। 

গত ২২ ফেব্রুয়ারি পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি আলাউদ্দিন ভূঁইয়া জনি এক অফিস আদেশে মেয়াদোত্তীর্ণ ক্রীড়া সংস্থার আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনি জানিয়েছেন,  গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদ অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যনির্বাহীতে ২৫ জনকে স্থান দেয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, পটিয়ার বৈচিত্র্যময় ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরিয়ে আনতে নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ বছরব্যাপী একটি ক্রীড়া ক্যালেন্ডার প্রকাশ করবেন। যাতে সারা বছরই খেলাধুলা অব্যহত থাকে।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো: নুরুল করিম জানান, আওয়ামী লীগ বিগত ১৫ বছর একটানা ক্ষমতায় থাকলেও পটিয়ার ক্রীড়াঙ্গনের নেতৃত্ব আওয়ামী লীগের হাতে ছিলো না।

ফলে তরুণ প্রজন্ম শুধু খেলাধূলা থেকেই বঞ্চিত হয়নি ক্রীড়াঙ্গনে স্থবিরতাও বিরাজ করছিল। একসময় পটিয়ার ছেলেরা ফুটবল ক্রিকেট, কুংফু, ক্যারাতে, হকিতে জাতীয় পর্যায়ে খেলেছে। কিন্তু বিগত ১৫ বছর জাতীয় পর্যায়ে পটিয়ার প্রতিনিধিত্ব শূন্যের কোঠায় নেমে আসে।

নতুন কমিটির সদস্যদের নিয়ে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর পরামর্শে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড়ের সন্ধানে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার উদ্যোগ নেয়া হবে।  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা টূর্ণামেন্টে যেসব শিশু কিশোর ভালো করবে তাদেরকে উপজেলা ক্রীড়া সংস্থা প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

তাকে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ,জ,ম নাসিরুদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা

Related Articles